অন্যদিকে, বলিউডের সঙ্গে মাদক যোগ এবং তা নিয়ে কঙ্গনার মন্তব্যের প্রেক্ষিতে এবার মুখ খুললেন অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর। একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে ঊর্মিলা বলেন, ভারতবর্ষের মধ্যে মাদকের মূল উতসস্থল হল হিমাচল প্রদেশ, এ কথা কঙ্গনা জানেন কি! গোটা দেশ যখন মাদকের সঙ্গে লড়াই করছে, সেই সময় কঙ্গনার লড়াই তাঁর নিজের রাজ্য থেকে প্রথমে শুরু করা উচিত বলেও মন্তব্য করেন ঊর্মিলা। পাশাপাশি বলিউডের সঙ্গে যদি মাদক চক্র অতপ্রোতভাবে জড়িয়ে থাকে, তাহলে একজন Y+ ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া মানুষ কেন বিষয়টি নিয়ে পুলিসের কাছে অভিযোগ দায়ের করছেন না! করদাতাদের অর্থে যাঁকে Y+ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে, তিনি কেন বলিউডের সঙ্গে মাদক যোগের অভিযোগ নিয়ে পুলিসের দ্বারস্থ হচ্ছেন না বলেও প্রশ্ন তোলেন ঊর্মিলা।
click and follow Indiaherald WhatsApp channel