কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে যে, গতবছর পুজো উদযাপনের ক্ষেত্রে যেসব নিয়ম জারি ছিল এবারও তা কার্যকরী থাকবে। সংক্রমণের রেশ নিয়ন্ত্রণে হলেও এখনও পুরোপুরি কমেনি। এরমধ্যেই রয়েছে করোনার তৃতীয় ঢেউয়ের ভ্রুকুটি। দৈনিক সংক্রমণ কখনও বাড়ছে, কখনও কমছে ফলে স্বাস্থ্যবিধি মেনেই পুজো পালন করতে হবে জানিয়েছে আদালত। গতবার পুজোয় অঞ্জলি দেওয়া, সিঁদুর খেলার অনুমতি ছিল না। এবার অবশ্য আদালত তাতে ছাড় দিয়েছে। তবে ঝুঁকি নিতে রাজি নয় লালবাজার। কলকাতা পুলিশের তরফে এ দিন ফেসবুক পোস্টে পরিষ্কার জানানো হয়েছে যে, অঞ্জলির ফুল বাড়ি থেকেই ভক্তদের আনতে হবে। সর্বসাধারণকে পুজো কমিটির পক্ষ এই অনুরোধ করা হবে। সেই নির্দেশিকায় কী বলা হয়েছে দেখে নিন -

- প্রতিটি মণ্ডপে আলাদা আলাদা প্রবেশ এবং বাহির দ্বার থাকবে।
- সর্বসাধারণকে পুজো কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হবে পুষ্পাঞ্জলির ফুল বাড়ি থেকেই নিয়ে আসতে, যাতে মণ্ডপে ফুলের জন্য অপেক্ষা করতে গিয়ে ভিড়ের সৃষ্টি না - হয়।
- সিঁদুর খেলা, প্রসাদ বিতরণ ইত্যাদির সময় যাতে বেশি ভিড় না হয়, তার জন্য আগে থেকেই পরিকল্পনা নিতে হবে।
- মণ্ডপ উদ্বোধন, পুরস্কার বিতরণ, এবং ওই জাতীয় অন্যান্য কর্মসূচীর ক্ষেত্রে সংযমী হতে হবে।
- বিভিন্ন পুরস্কারের বিচারক মণ্ডলী যথাসম্ভব অনলাইনেই মণ্ডপ পরিদর্শন করবেন, এবং সশরীরে পরিদর্শন করলে সকাল দশটা থেকে দুপুর তিনটের মধ্যে করবেন, যখন দর্শনার্থীদের ভিড় অপেক্ষাকৃত কম থাকে।

మరింత సమాచారం తెలుసుకోండి: