গত ২৬ নভেম্বর থেকে এই নিয়ে তিন দিনে মা উড়ালপুলে দুর্ঘটনায় আহত হলেন চার জন। প্রতিটি দুর্ঘটনার পিছনে অন্যতম কারণ হিসাবে উঠে এসেছে এই চিনা মাঞ্জা। স্বভাবতই প্রশ্ন উঠছে উড়ালপুলে পুলিশের নজরদারি নিয়ে। পুলিশ সূত্রের খবর, সোমবার দুপুরে মা উড়ালপুলের পাশে, পার্ক সার্কাস চার নম্বর সেতুর কাছে দুর্ঘটনাটি ঘটে। আহত মোটরবাইক চালকের নাম ওমর মোক্তার। এ দিন দুপুরে পার্ক সার্কাসের দিক থেকে সায়েন্স সিটির দিকে আসছিলেন বছর পঁচিশের ওমর। মাথায় পরা ছিল হেলমেট। চার নম্বর সেতুর কাছে আচমকা ঘুড়ির সুতো তাঁর গলায় জড়িয়ে যায়। শেষ মুহূর্তে মাঞ্জার সুতোর কিছুটা অংশ হাত দিয়ে ধরে নিলেও দুর্ঘটনা আটকানো যায়নি। গলায় সুতো জড়িয়ে আহত হন ওমর। উড়ালপুলে কর্তব্যরত পুলিশকর্মীরাই দ্রুত ওই যুবককে উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

অন্যদিকে, শীতের পথে অন্তরায় সেই নিম্নচাপ। তার জেরে নভেম্বরের শেষের দিকেও অমিল শীত। খাতায়-কলমে তাপমাত্রা সামান্য কমলেও কবে যে শীতের ব্যাটিং শুরু হবে, তা স্পষ্টভাবে জানাতে পারছেন আবহবিদরাও। আগামী কয়েকদিনে বড়জোর রাতের পারদ নামতে পারে। কিন্তু জাঁকিয়ে শীতের জন্য এখনও হাপিত্যেশ করে বসে থাকতে হবে। বাড়ল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। ১৭.২ থেকে বেড়ে আজ তাপমাত্রা ১৮.৩। আগামি কয়েকদিন রাতের তাপমাত্রা অল্প অল্প করে বাড়বে। দিনের তাপমাত্রাও এই মুহুর্তে আর নামার সম্ভাবনা নেই। বৃহষ্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। শুক্র অথবা শনিবারের পরে উপকূলের জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আন্দামান সাগরে তৈরি নিম্নচাপ শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই ঢুকেছে বঙ্গোপসাগরে। পাশাপাশি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। আগামি ৪৮ ঘন্টায় তামিলনাড়ু উপকূলে প্রভাব ফেলবে ঘূর্ণাবর্ত। এগোবে অন্ধ্র-ওড়িশা উপকূলের দিকে। আন্দামান ও নিকোবরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

మరింత సమాచారం తెలుసుకోండి: