জমিয়ে ব্যাট করছে শীত। কাঁপাচ্ছে জেলা। এককথায় নতুন বছরের শুরু থেকেই জাঁকিয়ে শীত বাংলা জুড়ে। রাতে ও ভোরের দিকে এক লাফে অনেকটাই কমছে পারদ। কনকনে ঠান্ডায় জবুথুুবু কলকাতাবাসী। তবে রাতের দিকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। কারণ ফের পশ্চিমী ঝঞ্ঝার কারণে একধাক্কায় বেশকিছুটা বাড়বে তাপমাত্রার পারদ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাধা পাবে উত্তুরে হাওয়া। ফলে রাতের দিকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। আগামী ৪৮ ঘণ্টায় রাতে ১ থেকে ২ ডিগ্রি বাড়বে পারদ এমনটাই খবর হাওয়া দফতর সূত্রে। তবে পশ্চিমী ঝঞ্জয়ায় বাধা পাওয়ার আগে ভেলকি দেখাচ্ছে শীত। তারই হাত ধরে দক্ষিণবঙ্গে আজও শীতের পূর্ণ আমেজ বজায় রয়েছে। বুধবার কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ।

অন্যদিকে, ক্রিকেটে ফের করোনা হানা। বিগ ব্যাশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এ বার আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার তথা মেলবোর্ন স্টার্সের অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল। অ্যান্টিজেন টেস্টে তাঁর শরীরে সংক্রমণ ধরা পড়েছে। তার পরেই আরটি পিসিআর টেস্ট করা হয়েছে। সেই পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি। জানা গিয়েছে, রিপোর্ট পজিটিভ আসার পরে ম্যাক্সওয়েলকে নিভৃতবাসে রাখা হয়েছে। এখনও পর্যন্ত বিগ ব্যাশে ১৩ জন ক্রিকেটার সংক্রমিত হয়েছেন। শুক্রবার অ্যাডিলেড স্ট্রাইকসের বিরুদ্ধে খেলা রয়েছে মেলবোর্নের। সেই ম্যাচে হয়তো ম্যাক্সওয়েল খেলতে পারবেন না।

మరింత సమాచారం తెలుసుకోండి: