হুগলির কোন্নগরের বাসিন্দা সজলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছেন সোহম নিজেই। তারকা-বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সোমবার চণ্ডীপুরের একটি ভাড়াবাড়ি থেকে সজলকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাঁকে তমলুক মহকুমা আদালতে তোলা হবে বলে চণ্ডীপুর থানা সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, সোহম জানান, বছর খানেক আগে আপ্ত সহায়ক হিসেবে নিযুক্ত হওয়ার পর সজলকে একটি প্রাইভেট গাড়ি ব্যবহার করতে দিয়েছিলেন তিনি। কিন্তু সেই গাড়ি এখনও ‘উধাও’। বিধায়কের অভিযোগ, বার বার গাড়িটি ফেরত চাওয়ার পরেও দেয়নি সজল। সোহমের সন্দেহ, হয়তো গাড়িটি বিক্রি করে দিয়েছেন সজল। এই সন্দেহের বশেই থানায় অভিযোগ দায়ের করেছিলেন অভিনেতা।

সজল মুখোপাধ্যায়ের প্রতারণার কথা সামনে আসতেই বেশ কিছু মানুষের সঙ্গে দেখা হয় যাঁরা এই প্রতারণার শিকার হয়েছে। তাঁরা সোহমকে অভিষোগ জানিয়েছেন। কিন্তু তাঁরা বিধায়ককে একথাও বলেছেন যে তাঁরা বিশ্বাস করেন যে সোহম এ ব্যাপারে কিছুই জানেন না। মানুষের অভিযোগের ভিত্তিতেই সজল মুখোপাধ্যায়ের দায়িত্ব খর্ব করতে শুরু করেন সোহম। তখনই বিভিন্ন জায়গায় নেতাদের কাছে সোহমের নামে কুৎসা করতে শুরু করেন ঐ ব্যক্তি। সোহমকে অশ্লীল ভাষায় কটাক্ষ করেন। এই আচরণ মেনে নিতে পারেননি সোহম। সজলের হয়ে চন্ডীপুরের মানুষের কাছে ক্ষমা চান বিধায়ক সোহম চক্রবর্তী। সোহমকে অশ্লীল ভাষায় কটাক্ষ করেন। এই আচরণ মেনে নিতে পারেননি সোহম। সজলের হয়ে চন্ডীপুরের মানুষের কাছে ক্ষমা চান বিধায়ক সোহম চক্রবর্তী।

మరింత సమాచారం తెలుసుకోండి: