আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে পারদ পতনের কোনও সম্ভাবনা নেই। বাড়বে উত্তরবঙ্গের তাপমাত্রাও। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার-পাঁচ ডিগ্রি উপরে থাকবে। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৯ ডিগ্রি সেলসিয়াসের আসপাশে থাকবে বলে জানা গিয়েছে। সকালের দিকে কুয়াশার চাদর থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। আগামী চার থেকে পাঁচ দিন একই রকম থাকবে তাপমাত্রা। পাশাপাশি আরও জানা গিয়েছে, এই মুহূর্তে বঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। পশ্চিমের জেলায় সকালে ও রাতে হালকা শীতের আমেজ থাকলেও কলকাতা ও সংলগ্ন এলাকায় শীতের আমেজ থাকবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, সপ্তাহের শেষ দিকে উত্তরবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সময় সিকিমে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই শীতের এই দূরাবস্থা। উত্তর-পশ্চিম ভারতেও বেশ কিছুটা বেড়েছে তাপমাত্রা পারদ। এই পশ্চিমী ঝঞ্ঝাটি ক্রমশ ধীরগতিতে পূর্ব ভারতের দিকে এগোচ্ছে। সঙ্গে রয়েছে দুটি ঘূর্ণাবর্তও। একটি রাজস্থান ও সংলগ্ন এলাকায়। অপরটি দক্ষিণ ভারতের তামিলনাড়ু ও সংলগ্ন এলাকায়। ফলে কোনোভাবেই দক্ষিণবঙ্গে ঠান্ডা হাওয়া প্রবেশের রাস্তা নেই।
click and follow Indiaherald WhatsApp channel