পরিবেশ ও সমাজ সচেতনতার উদ্দেশ্য বার্তা দিতে বাই সাইকেল যাত্রা শুরু হল চন্দ্রকোনা থেকে পুরি। মানব উন্নয়ন সেবা সমিতি নামের একটি সংস্থার জনা আটেক যুবক বাই সাইকেলে পাড়ি দিল পুরির উদ্দেশ্য। শনিবার মহালয়ার ভোর সাড়ে পাঁচটায় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ঝাঁকরা থেকে রওনা দিয়েছে এই সাইকেল যাত্রা। আটটি সাইকেলে আটজন পরিবেশ ও সমাজ সচেতনতার বার্তা নিয়ে উড়িশ্যার পুরির উদ্দেশ্য রওনা দিয়েছে।পরিবেশ ও সমাজকে সুষ্ঠ, স্বাভাবিক ও যুগোপযোগী করে তোলা সমগ্র মানব জাতির দায়িত্ব ও কর্তব্য মনে করাতেই এই সাইকেল যাত্রা বলে মত সদস্যদের। প্রশাসনের অনুমতি নিয়েই চন্দ্রকোনার ঝাঁকরা থেকে পুরি প্রায় ৪৬০ কিমি পথ সাইকেলে করে যাত্রা শুরু করলেন। 
আগামী সোমবার পৌঁছে যাবে পুরিতে, এমনটাই আশা রাখছেন সদস্যরা। সাইকেলে রাস্তায় যাওয়ার পথে বিতরণ করা হবে পরিবেশ ও সমাজ সচেতনতার বার্তা সহ লিফলেট। পরিবেশ ও সমাজ সচেতনতার লক্ষ্যে ১০ টি মুল ইস্যুকে তুলে ধরা হয়েছে লিফলেটে। পানীয় জলের অপচয় ও জল সংরক্ষণ, গাছ লাগান প্রান বাঁচান, শিশু শ্রম বন্ধ করা, অঙ্গদান মহৎ দান, পথ দূর্ঘটনায় সচেতনতা, পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জন সহ আরও নানান বার্তা নিয়ে প্রতিকুল আবহাওয়াকে উপেক্ষা করেই গন্তব্য পৌঁছে যাবে অমরেশ, প্রদীপ, বুবুন সহ বাকি সদস্যরা। আগামী সোমবার পুরিতে পৌঁছে দুদিন সেখানেও সাইকেলে ঘুরে ফের সাইকেলে করেই আগামী শুক্রবার চন্দ্রকোনায় ফিরবে পরিবেশ সচেতনতায় বার্তাবাহকরা, এমনটাই জানিয়েছেন তারা।


మరింత సమాచారం తెలుసుకోండి: