অধিনায়ক পরিবর্তন হওয়ার পরও হারের লজ্জা সরছে না। বেঙ্গালুরু ম্যাচ ছিল লজ্জার ম্যাচ। কোনও দল টি২০-তে সাড়ে সাত ওভার বাকি থাকতে ম্াচ জিতে নিলে বিপক্ষ টিমের মনোবল কোন অবস্থায় থাকতে পারে তা সহজেই অনুমেয়। সবচেয় দামি ক্রিকেটারের ব্যাট মাঝে মধ্যেও কথা বললেও বল হাতে জাদু দেখাতে ব্যর্থ প্যাট কামিন্স। এখনও স্টেবল একদাশ হয়নি কেকেআরের। বেঙ্গালুরু ম্যাচে ছিল না আন্দ্রে রাসেলও। যদিও তাঁর ব্যাট থেকে এখনও গত বছরের মতো মারকাটারি ইনিংস দেখা যায়নি। এই অবস্থায় আজকের ম্যাচে নাইটদের জিততেই হবে প্লে অফে স্ব্স্তির জন্য। আজ লড়াই হাড্ডাহাড্ডি হবে কারণ চূড়ান্ত ফর্মে রয়েছে দিল্লি। দেখে নেওয়া যাক দিল্লি ম্যাচে কলকাতা নাইট রাইডার্সদের সম্ভাব্য একদাশ কেমন হওয়া উচিত -

শুভমন গিল
রাহুল ত্রিপাঠী
নীতিশ রানা
ইয়ন মর্গ্যান
আন্দ্রে রাসেল
দীনেশ কার্তিক
সুনীল নারিন
লকি ফার্গুসেন
কমলেশ নারগকোটি
বরুণ চক্রবর্তী
প্রসিদ্ধ কৃষ্ণ

অধিনায়কত্বের ব্যাটন ছাড়ার পর ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন দীনেশ কার্তিক। তবে গত ম্যাচে বাকিদের মতো তিনিও ব্যর্থ হয়েছেন। আজ তাঁর চওড়া ব্যাটের দিকে তাকিয়ে থাকবে নাইটভক্তরা। অন্যদিকে, নাইটদের নতুন অধিনায়ক ইয়ন মর্গ্যান ব্যাট হাতে মোটামুটি ফর্মেই রয়েছেন। তবে এখনও বড় ইনিংস তাঁর ব্যাট থেকে দেখা যায়নি। জয়ের রাস্তায় ফিরতে আজ দিল্লির বিরুদ্ধে তাঁকে জ্বলে উঠতেই হবে। সঙ্গে করতে হবে আগ্রাসী নেতৃত্ব। 

మరింత సమాచారం తెలుసుకోండి: