বলিউডের হিন্দি সিনেমার বক্স অফিস রেকর্ড শুধু ভেঙে দেয়নি,
ধারে কাছে কেউ পৌঁছতে পারেনি আজ পর্যন্ত। প্রথম দিন ৫৩.৩৫ কোটি টাকা বক্স অফিস
কালেকশন করেছে ‘ওয়ার’। যা কি না রানির
স্বামী আদিত্য চোপড়ার ‘যশরাজ ফিল্মস’-এর ব্যানারে
রিলিজ হয়েছে। আর এই সাফল্যেই দুর্গাপুজোয় মুম্বইয়ের বাড়িতে নাকি নবমীর ভোগ স্পনসর
করছেন রানি মুখোপাধ্যায় ও আদিত্য চোপড়া। শোনা যাচ্ছে, ওয়ার-এর সাফল্য এবং
ডিসেম্বরে রানির মর্দানি ২ রিলিজ করবে। এই দুই কারণেই নাকি নবমীর ভোগ স্পনসর করছেন
তাঁরা। দুর্গা মায়ের আর্শিবাদ নিয়ে এগিয়ে যেতে চান রানি।
click and follow Indiaherald WhatsApp channel