২০ ওভারে মুম্বই ইন্ডিয়ান্স করেছিল ৫ উইকেটে ১৯৫ রান। এই রান তাড়া করে জেতা রীতিমতো কঠিন। বিশেষ করে মুম্বইয়ের মতো দলের বিরুদ্ধে। রাজস্থান শুরুতেই হারায় রবিন উথাপ্পা (১৩) ও স্টিভ স্মিথের (১১) উইকেট। কিন্তু এর পরেই ম্যাচের রাশ হাতে তুলে নেন স্টোকস ও সঞ্জু। যদিও স্টোকসকে ২৬ রানে আউট করার সুযোগ হাতছাড়া করে মুম্বই। ক্রুনাল পাণ্ড্যর বলে ডিপ মিড উইকেটে ক্যাচ তুলেছিলেন স্টোকস। ক্যাচটা কঠিনই ছিল। হার্দিক পাণ্ড্য মরিয়া চেষ্টা করেও সেই যাত্রায় স্টোকসকে তালুবন্দি করতে পারেননি। সেটাই হয়তো ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে গেল।

এর পরে স্টোকসকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। মুম্বই বোলারদের আক্রমণের রাস্তা নেন তিনি। সঞ্জুও সঙ্গত করে যান তাঁকে। কোনও সময়তেই আস্কিং রেট বাড়তে দেননি দু' জন। দুই তারকার যুগলবন্দিতে রাজস্থান ১০ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয়। বেন স্টোকসের বিধ্বংসী ১০৭ (৬০ বলে) ও সঞ্জু স্যামসনের অপরাজিত ৫৪ (৩১ বল) রানের সৌজন্যে রাজস্থান রয়্যালস রবিবার জিতল আবু ধাবিতে। স্টোকস ও সঞ্জু ১৫২ রানের পার্টনারশিপ গড়েন। 

మరింత సమాచారం తెలుసుకోండి: