এবারের আইপিএল নিয়ে ঘোর সংশয়। বিদেশমন্ত্রক ইতিমধ্যেই আইপিএল না করার পরামর্শ দিয়েছে। অবশ্য শুধুই পরামর্শ দিয়েছে, কোনও সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়নি। বোর্ডকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে ক্রিড়ামন্ত্রকের তরফে নির্দেশ দেওয়া হয়েছে খেলার কোনও ইভেন্টে বেশি দর্শক হওয়া কাম্য নয়। অর্থাৎ ইনডায়রেক্টলি দুই মন্ত্রকই আইপিএল না করার পক্ষেই বলে মত বিশেষজ্ঞ মহলের। এই পরিস্থিতিতে শনিবার আইপিএল-এর গভর্নিং কাউন্সিলের মিটিং গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। সেখানেই সম্ভবত এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
click and follow Indiaherald WhatsApp channel