আইপিএল টুর্নামেন্টের ফাইনালকে বিশ্বকাপ ফাইনালের ঠিক পরেই রাখছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার কায়রন পোলার্ড। দুবাইয়ের মাঠে আজ যে দুই দল নামতে চলেছে তাদের কাছে এই ফাইনালে ওঠার রাস্তাটা অবশ্যই স্মরণীয়। কিন্তু আজকের ম্যাচে জিততে না পারলে সব পরিশ্রমই যে বৃথা তা জানেন দুই দলের সব ক্রিকেটারই। মুম্বই দলের সাফল্যের পিছনে পোলার্ডের অবদান প্রচুর।

১৫ ম্যাচে ২৫৯ রানই শুধু নয়, তাঁর নজরকাড়া স্ট্রাইক রেট (১৯০.৪৪) বুঝিয়ে দিয়েছে কেন তিনি অন্যতম সেরা ফিনিশার। পোলার্ড বলেন, “ফাইনালে খেলতে নামার চাপটাই আলাদা। প্রত্যেক ক্রিকেটারদের মধ্যে সেই চাপটা থাকে। সবাই এই ম্যাচ জিততে চাইবে, কোনও ভুল করতে চাইবে না। তাই চাপ কাটিয়ে সাধারণ ম্যাচের মতো খেলাটাকে উপভোগ করতে হবে।” 

మరింత సమాచారం తెలుసుకోండి: