সিডনিতে তৃতীয় টেস্টের আগে জাতীয় সঙ্গীত শোনার সময় তাঁর ভিতরে কী চলছিল বলা মুশকিল। বাবার কথা ভেবেই কি তিনি তবে চোখের জল ফেললেন! কিছুদিন আগেই বাবাকে হারিয়েছিলেন সিরাজ। বাবার স্বপ্নপূরণ করতে দলের সঙ্গেই থেকে যান তিনি। শেষ দেখা নয়, ভারতীয় দলের হয়ে খেলেই সম্মান জানাতে চেয়েছিলেন বাবাকে। বৃহস্পতিবার সিরাজ বলেন, “জাতীয় সঙ্গীত শুনে বাবার কথা মন পড়ছিল। বাবা দেখতে চেয়েছিল আমাকে ভারতীয় দলের হয়ে খেলতে। আজ থাকলে বাবা দেখতে পেত সেই দৃশ্য।”

মেলবোর্নে অভিষেক ঘটে সিরাজের। প্রথম ম্যাচেই নিয়েছিলেন ৫ উইকেট। সিডনিতে দ্বিতীয় ম্যাচের শুরুতেই ফিরিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারকে। সিরাজের চোখে জল দেখে টুইট করেন ভারতের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির কথা উদ্ধৃত করে তিনি লেখেন, ভারতের জন্য খেলাটাই আসল অনুপ্রেরণা। এক কিংবদন্তি বলেছিলেন “দর্শকের জন্য খেলনা, দেশের জন্য খেল।” 

మరింత సమాచారం తెలుసుకోండి: