দশ হাজার রানের এলিট ক্লাবে প্রবেশ করলেন ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক । দেশের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে দশ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করলেন মিথালি রাজ (Mithali Raj)। শুক্রবার দক্ষিণ আফ্রিকার সঙ্গে চলা সিরিজের তৃতীয় ম্যাচে এই মাইল স্টোন ছুঁলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। ৩৮ বছর বয়সী মিথালি(Mithali Raj), ম্যাচের ২৮ তম ওভারে দক্ষিণ আফ্রিকার বোলার অ্য়ান বশের ডেলিভারিকে মাঠের বাইরে পাঠিয়ে এই এলিট ক্লাবে প্রবেশ করেন। যদিও ঠিক পরের বলেই মিড উইকেটে ক্য়াচ তুলে আউট হন মিথালি(Mithali Raj)।

অন্যদিকে, কে বলবে এই দলটাই কিছুদিন আগে ইংরেজদের টেস্টে ৩-১ ব্যবধানে হারিয়েছিল? এ যে একেবারে উল্টো। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল ভারত। চার ওভারেরও বেশি বাকি থাকতে ৮ উইকেটে ইংল্যান্ডের কাছে হারতে হল তাদের। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। শুরু থেকেই উইকেট খোয়াতে থাকে ভারত। একমাত্র শ্রেয়স আয়ার ছাড়া সেভাবে দাগ কাটতে পারেননি কেউই। ৬৭ রান করে আউট হন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক। বিরাট ফেরেন ০ রানে। কেএল রাহুল করেন ১। শেষে শ্রেয়সকে কিছুটা সঙ্গ দেন হার্দিক। তবে তা যথেষ্ট ছিল না। কিছুটা সময় ঋষভ পন্থ ভাল খেললেও আউট হয়ে যান। ফলে ভারতের রান ১২৪ এই থমকে যায়। দারুণ বোলিং করেন জফ্রা আর্চার, মার্ক উড, আদিল রশিদরা। ৪ ওভার বল করে ২৩ রানে ৩ উইকেট নেন আর্চার। ম্যাচের সেরাও হন তিনি। ১টি করে উইকেট পান রশিদ, উড, ক্রিস জর্ডন ও বেন স্টোকসরা।

మరింత సమాచారం తెలుసుకోండి: