স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিল লিওর। সেই সম্পর্ক বিভিন্ন নিয়মের বেড়াজালে আটকে ছিন্ন করতে হয়েছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে। তিনি পাড়ি জমিয়েছেন ফ্রান্সের পিএসজিতে। বার্সাকে শেষ বিদায় জানানোর সময় সাংবাদিক সম্মেলনে বিরামহীন কান্নায় সে দিন ভেঙে পড়েছিলেন মেসি‌। মেসির কান্না মোছা সেই দিনের সেই টিস্যুটি বিক্রির জন্য নিলামে তোলা হয়েছে। ১ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৭ কোটি ৪৪ লক্ষ টাকা) দাম উঠেছে সেই টিস্যুর! না, এটা কোনও ভুয়ো খবর নয়, এটা সত্যি- হ্যাঁ ঠিক শুনছেন এটাই সত্যি!

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চোখ মোছার পর লিওলেন মেসি সেই টিস্যুটি ফেলে দিয়েছিলেন। তাঁর বিদায়ী সাংবাদিক সম্মেলনে হাজির থাকা এক ব্যক্তি সেই টিস্যু পান। তিনি এ বার সেটি বিক্রি করতে চান। মেসির টিস্যু পেপার বিক্রির পিছনে বার্সেলোনার কোনও হাত নেই বলে জানা গিয়েছে। অনেকের ধারণা, এত দাম দিয়ে টিস্যু পেপার কিনতেও কেউ আগ্রহী হবেন না। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চোখ মোছার পর মেসি সেই টিস্যুটি ফেলে দিয়েছিলেন। তাঁর বিদায়ী সাংবাদিক সম্মেলনে হাজির থাকা এক ব্যক্তি সেই টিস্যু পান। তিনি এ বার সেটি বিক্রি করতে চান। মেসির টিস্যু পেপার বিক্রির পিছনে বার্সেলোনার কোনও হাত নেই বলে জানা গিয়েছে। অনেকের ধারণা, এত দাম দিয়ে টিস্যু পেপার কিনতেও কেউ আগ্রহী হবেন না।

మరింత సమాచారం తెలుసుకోండి: