কিন্তু টি ২০ বিশ্বকাপে ভারত – পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ চরমে উঠেছে। আর দুই দলের ক্রিকেটাররা যাঁরা নার্ভ ধরে রাখতে পারবে তারাই ম্যাচ জিতবে। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচে বারতের প্রথম একাদশ কেমন হতে পারে একবার দেখে নেওয়া যাক –
প্রথম ওপেনিং কম্বিনেশন নিয়ে ভারত অধিনায়ক জানিয়েছে, ‘আইপিএলের আগে পরিস্থিতি ভিন্ন ছিল। বর্তমানে রাহুল ব্যতীত ওপেনিং পজিশনে অন্য কারুর দিকে তাকানোটা প্রায় অসম্ভব। রোহিতের বিষয়ে আলাদা করে কিছুই বলার নেই। বিশ্বমানের ক্রিকেটার ও এবং টপ অর্ডারে দারুণ পারফর্ম করে আসছে। আমি তিন নম্বরে ব্যাট করব। এখন আপাতত আমি এইটুকুই জানাতে পারব।’
এবার বাকি ৮ জন ক্রিকেটারা যাঁরা হতে পারেন তাঁদের মধ্যে প্রথমে সূর্যকুমার যাদব আসবে। কারণ, আইপিএলে ফর্মে না থাকলেও প্রস্তুতি ম্যাচে ফর্মে ফিরতে দেখা গিয়েছে। এরপর ঋষভ পন্থ অটোমেটিক চয়েস। তবে বোলিং করতে না পারলেও হার্দিক পাণ্ডিয়াকে ব্যাটিংয়ের জন্য দলে রাখতে পারে ভারতীয় টিম ম্যানেডমেন্ট। এছাড়া অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা প্রথম একাদশে থাকবেন। মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী দলে থাকার সম্ভাবনা প্রবল। আর মরু শহরে রাহুল চাহারকে সুযোগ দিতে পারে ভারত। আর পেসে ভূবনেশ্বর কুমার এবং জসপ্রীত বুমরা থাকবেই।
click and follow Indiaherald WhatsApp channel