ভারত অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি চোট পয়েছেন। তবে বৃহস্পতিবার তাঁরা খেলবেন বলেই আশাবাদী ক্রিকেটপ্রেমীরা। এরই মধ্যে আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার অ্যাডিলেডে বৃষ্টি সম্ভাবনা ৩০ শতাংশ। মঙ্গলবারের পূর্বভাস অনুযায়ী ভারত-ইংল্যান্ড সেমিফাইনালের দিন অ্যাডিলেডে বৃষ্টির সম্ভাবনা বেড়ে হয়েছে ৪০ শতাংশ। অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার অ্যাডিলেডের আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ০.৪ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে সকালের দিকে। বজ্রগর্ভ মেঘ জমতে পারে। বাতাসের গতিবেগ থাকবে ১৫ থেকে ২০ কিলোমিটার প্রতি ঘণ্টা। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২৪ ডিগ্রি এবং ১৭ ডিগ্রি সেলসিয়াস। ম্যাচের আগের দিন বুধবার অ্যাডিলেডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৮০ শতাংশ। তাই বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে বলে মনে করছেন আবহবিদরা।

অন্যদিকে, আগামী বছর ইন্ডিয়ান প্রিমিয়র লিগ (The Indian Premier League) ফিরছে একেবারে চেনা ছন্দেই। আইপিএল ২০২৩ (IPL 2023) আর নির্বাচিত ভেন্যুতে নয়, খেলা হবে ফের হোম-অ্যাওয়ে ফরম্যাটে দেশের ১০ শহরে। জানা গিয়েছে যে, ক্রোড়পতি লিগের মিনি নিলাম (IPL mini-auction) হতে চলেছে চলতি বছরের শেষের দিকে। খবর, আগামী ১৬ ডিসেম্বর হতে পারে এই নিলাম। তার আগেই দল গুছিয়ে নেওয়ার পরিকল্পনা সেরে নিল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। রিকি পন্টিংয়ের (Ricky Ponting) টিম মোটামুটি ভেবে ফেলেছে, যে কাদের আর তারা চাইছে না টিমে। তালিকায় রয়েছেন দেশের স্টার অলরাউন্ডার শার্দূল ঠাকুর (Shardul Thakur), ভারতের উইকেটকিপার-ব্য়াটার কেএস ভারত (KS Bharat), নিউজিল্যান্ডের উইকেটকিপার-ব্য়াটার টিম সেইফার্ট (Tim Seifert), পঞ্জাবের ব্যাটার মনদীপ সিং ( Mandeep Singh) ও অন্ধ্র ওপেনার অশ্বিন হেবার (Ashwin Hebbar)। এমনটাই রিপোর্ট সংবাদসংস্থা পিটিআই-এর।

మరింత సమాచారం తెలుసుకోండి: