হায়দ্রাবাদের তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণ করে পুড়িয়ে মারার ঘটনায় এবার তীব্র ভাষায় মুখ খুললেন বিজেপি সাংসদ হেমা মালিনী । মঙ্গলবার হেমা বলেন, ‘‘আমার পরামর্শ হল, অপরাধীদের যেন জীবনেও জেল থেকে মুক্তি না দেওয়া হয়।’’
সোমবার সংসদে দাঁড়িয়েই দোষীদের ‘জনসমক্ষে পিটিয়ে মারা উচিত’ বলে মন্তব্য করেছিলেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। তা নিয়ে বিতর্কও কম হয়নি। এ দিন হেমা অবশ্য সেই রাস্তায় হাঁটেননি। সংসদ ভবনে ঢোকার আগে, হায়দরাবাদের ওই নৃশংস ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘‘প্রতি দিনই মহিলাদের উপর এমন অত্যাচারের কথা আমরা শুনতে পাচ্ছি। মহিলারা নিগৃহীত হচ্ছেন। আমার পরামর্শ হল, অপরাধীদের যেন স্থায়ী ভাবেই জেলে রেখে দেওয়া হয়। এক বার যখন জেলবন্দি করা হয়েছে তখন তাদের যেন মুক্তি না দেওয়া হয়।’’
তিনি বলেন, ‘‘অপরাধীদের জেল থেকে ছাড়া উচিত নয়। কারণ ছাড়া পেলে সে আবার ওই একই অপরাধ করবে। কারণ ওর মন শয়তানের মতো। ও অন্যদেরও এমন ঘটনা ঘটাতে উস্কানি দেবে।’’
গত কালই সংসদে তেলঙ্গানার ঘটনা নিয়ে সরব হন এসপি সাংসদ জয়া বচ্চন। রাজ্যসভা এবং লোকসভা উভয় কক্ষেই এই গণধর্ষণ ও খুন কাণ্ড নিয়ে আলোচনার প্রস্তাব দেন বিরোধীরা। সেই আলোচনাতেই রাজ্যসভায় সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন বলেন, ‘‘এই ধরনের লোকদের জনসমক্ষে নিয়ে আসা উচিত এবং পিটিয়ে মারা উচিত।’’

మరింత సమాచారం తెలుసుకోండి: