এনএমসি
বিলের প্রতিবাদে বুধবার দেশজুড়ে চিকিৎসা ধর্মঘটের ডাক দিল ইন্ডিয়ান মেডিক্যাল
অ্যাসোসিয়েশন (IMA)। আগামী কাল বুধবার সকাল 6টা থেকে 24 ঘণ্টার জন্য ওই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। জাতীয় মেডিক্যাল
কমিশন (NMC) বিল লোকসভায় পাশের প্রতিবাদেই ওই ধর্মঘট। যদিও জরুরি পরিষেবাকে
ধর্মঘটের আওতার বাইরে রেখেছে IMA। নরেন্দ্র মোদীর প্রথম দফাতেই এই বিলটি আনা হয়েছিল।
কিন্তু বিল পাশের আগেই লোকসভার মেয়াদ শেষ হয়ে যায়।
ফলে বাতিল হয়ে যায় বিলটি। ফের নতুন করে বিলটি আনা হয়। বিরোধীদের প্রবল আপত্তি, দেশ জুড়ে চিকিৎসক সমাজের একাংশের বিক্ষোভের মধ্যে সোমবার লোকসভায়
সেই বিল পাশ হয়ে যায়।
প্রসঙ্গত, দেশের চিকিৎসা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে, মেডিক্যাল শিক্ষায় দুর্নীতি রুখতে, সময়োপযোগী ও সংস্কারমুখী পাঠ্যসূচি চালু করতেই বিলটি আনা হয়েছে বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। যদিও বিক্ষুব্ধ চিকিৎসকদের দাবি, ওই বিল আইনে পরিণত হলে মেডিক্যাল শিক্ষার গোটাটাই নিয়ন্ত্রণ করবে কেন্দ্র। তারই প্রতিবাদে এ বার ধর্মঘটের রাস্তায় হাঁটছে IMA।
এনএমসি বিলের প্রতিবাদে বুধবার দেশজুড়ে চিকিৎসা ধর্মঘটের ডাক দিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)। আগামী কাল বুধবার সকাল 6টা থেকে 24 ঘণ্টার জন্য ওই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। জাতীয় মেডিক্যাল কমিশন (NMC) বিল লোকসভায় পাশের প্রতিবাদেই ওই ধর্মঘট। যদিও জরুরি পরিষেবাকে ধর্মঘটের আওতার বাইরে রেখেছে IMA। নরেন্দ্র মোদীর প্রথম দফাতেই এই বিলটি আনা হয়েছিল। কিন্তু বিল পাশের আগেই লোকসভার মেয়াদ শেষ হয়ে যায়। ফলে বাতিল হয়ে যায় বিলটি। ফের নতুন করে বিলটি আনা হয়। বিরোধীদের প্রবল আপত্তি, দেশ জুড়ে চিকিৎসক সমাজের একাংশের বিক্ষোভের মধ্যে সোমবার লোকসভায় সেই বিল পাশ হয়ে যায়।
click and follow Indiaherald WhatsApp channel