২২ বছর ধরে লিভ-ইন করার পর গতকালই রেজিস্ট্রি বিয়ে করেছেন অভিনেতা দীপঙ্কর দে ও অভিনেত্রী দোলন রায় । দীপঙ্করের বয়স ৭৫ , দোলনের বয়স মাত্র ৪৯ । তবে দুজনের মধ্যে বিগত ২২ বছর ধরে সম্পর্ক বজায় আছে । তারই পরিণতি হল গতকালের রেজিস্ট্রি বিয়ে ।
কিন্ত আজ শুক্রবার বিকেলবেলা শ্বাসকষ্টজনিত কারণে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন দীপঙ্কর। দীপঙ্করের স্ত্রী দোলন এ প্রসঙ্গে তিনি বলেন, “ও দীর্ঘ দিন ধরেই সিওপিডি–তে আক্রান্ত। আজ বিকেল বেলা হঠাৎই শ্বাসকষ্ট শুরু হওয়ায় আমরা হাসপাতালে নিয়ে যাই। এই মুহূর্তে আইসিইউতে রয়েছে।
গতকাল বৃহস্পতিবার ঘরোয়া ভাবে কাছের কিছু বন্ধুদের নিয়ে বিয়েটা সেরে নিয়েছিলেন ওই জুটি। অনেক দিন ধরেই লিভ–ইন সম্পর্কে ছিলেন তাঁরা। গত কাল ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে রেজিস্ট্রি করেন দীপঙ্কর–দোলন। দীপঙ্কর পরেছিলেন সাদা পাজামা–পাঞ্জাবী। দোলনও কিছু কম যান না। বরকে টেক্কা দিয়ে তিনি পড়েছিলেন লাল রঙা বেনারসী। সঙ্গে মানানসই গয়না। দীপঙ্করের বর্তমান বয়স ৭৫। আর দোলনের ৪৯। কিন্তু কেমিস্ট্রি এখনও একইরকম। দীপঙ্করের অসুস্থতায় ভেঙে পড়েছেন স্ত্রী দোলন।
click and follow Indiaherald WhatsApp channel