আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। চলবে ১৬ মার্চ পর্যন্ত। কোভিড আবহে গতবছর পরীক্ষা হয়নি। তবে এবছর স্বাভাবিক ছন্দে ফিরেছে জীবন। ফের পরীক্ষা কেন্দ্রে গিয়ে  মাধ্যমিক দেবেন পরীক্ষার্থীরা। উল্লেখ্য, রাজ্যে এবার মাধ্যমিক পরীক্ষার্থী প্রায় ১১.২৭ লক্ষ। তার মধ্যে ৬.২৭ লক্ষ ছাত্রী ও ৫.৫৯ লক্ষ ছাত্র।  জীবনের প্রথম বড় পরীক্ষার সময় অবশ্য মানতে হবে বেশ কিছু নিয়ম।  জারি রয়েছে বেশ কিছু বিধি নিষেধও। সোমবার বেলা ১১.৪৫ মিনিটে শুরু হবে পরীক্ষা। প্রশ্নপত্র পড়ার জন্য পড়ুয়ারা সময় পাবে ১৫ মিনিট। দুপুর ১২টা থেকে শুরু করা যাবে উত্তর লেখা। পরীক্ষা শেষ হবে বিকেল ৩টেয়। রাজ্যে মোট পরীক্ষাকেন্দ্র ৪ হাজার ১৫৪টি। প্রথমদিন পরীক্ষা শুরু হবে প্রথম ভাষার পরীক্ষা দিয়ে।

এদিন টুইট করে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন,‘এটা তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা। আত্মবিশ্বাসী থাকো, নিশ্চয় সফলতা আসবে। এই বিশাল পরীক্ষা ব্যবস্থায় সবাইকে সাহায্যের হাত বাড়ানোর আবেদন জানাই। করোনা সংক্রমণ কমলেও নির্মূল হয়নি কোভিড। সেই কারনে কোভিড বিধি বিষয়ে সতর্ক পর্ষদ। জারি করা হয়েছে একগুচ্ছ বিধিনিষেধ। পরীক্ষা কেন্দ্রে বাধ্যতামূলকভাবে পড়তে হবে মাস্ক, থাকতে হবে স্যানিটাইজার।  প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকবে আইসোলেশন রুম। এছাড়াও অভিভাবককদের পরিক্ষাকেন্দ্রে ঢোকার উপর থাকবে বিশেষ নজরদারি। এছাড়া বেশ কয়েকটি জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। (এই প্রতিবেদনের ছবি প্রতীকী)

మరింత సమాచారం తెలుసుకోండి: