আলিয়া ভাট, দীপিকা পাডু কোনের মত প্রথম সারির অভিনেত্রীদের পিছনে ফেলে ইন্সটাগ্রামে এখন সবথেকে বেশি ফলোআর সংখ্যা বেশি প্রিয়াঙ্কা চোপড়ার।তাঁর ফলোয়ারের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষের বেশি।নিজের কাজ থেকে বিয়ে প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী তাঁর ইন্সটাগ্রাম।
সম্প্রতি প্রকাশিত ধনীর তালিকায় ১৯ নম্বর স্থান তাঁর।বলিউড থেকে একমাত্র তিনিই আছেন।সম্ভবত ইন্সটাগ্রামে পোস্ট পিছু ২৭ লক্ষ ১০ হাজার ডলার রোজগার করেন তিনি।ভারতীয় হিসাবে তালিকায় আছেন বিরাট কোহলিও।তাঁর স্থান ২৩।
অনেক দিন পর হিন্দি ছবিতে ফিরেছেন প্রিয়াঙ্কা ‘দ্যা স্কাই ইজ পিঙ্ক’ এর মাধ্যমে।এবছরে টরেন্টো আন্তর্জাতিক চলচিত্র উৎসবে ২০ টি ছবির মধ্যে জায়গা আছে ছবিটির।বুধবার ছবির লুক শেয়ার করেছেন অভিনেতা ফাড়ান আখতার।বিশেষ প্রিমিয়ারের জন্য ফাড়ান ও প্রিয়াঙ্কা টরেন্টোর জন্য রওনা দিয়েছেন।সম্ভবত ছবিটি ১১ অক্টোবর মুক্তি পাবে।
click and follow Indiaherald WhatsApp channel