কেরিয়ারের একেবারে মধ্যগগনে রয়েছে আলিয়া ভাট। সম্প্রতি লা লা ল্যান্ডে বেশ
কিছুদিন কাটিয়ে মুম্বই ফিরেছেন আলিয়া। তারপর রণবীর কাপুরের সঙ্গে ডিনারে গিয়েছিলেন
তিনি। ছিলেন নীতু সিংও। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। অনেকেই বলছেন, শীঘ্রই বিয়ের
পাকা কথা সেরে ফেলবেন কাপুর আর ভাট খানদান। এই নৈশভোজ তারই সূচনা করল। যদিও এ
বিষয়ে আলিয়া বা রণবীর কেউই মুখ খোলেননি।
click and follow Indiaherald WhatsApp channel