বাঙালির শ্রেষ্ঠ উতসব দুর্গাপুজো। আর বাঙালি পৃথিবীর যে
প্রান্তেই থাকুক না কেন, দুর্গাপুজো কি আর মিস করতে পারে ? আর হলও তাই। যদিও প্রায় প্রতি বছরই বাড়ির
দুর্গাপুজোতে যান বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। এবারও গেলেন পুজোতে। নিজের
বাড়িতে মহাসপ্তমীর দিন সকাল সকাল পৌঁছে গেলেন আদিত্য কাপুরের ঘরণী। সাদা লিনেন
শাড়িতে আগর মতোই মোহময়ী লাগছিল তাঁকে। সাজের সঙ্গে তাঁর মিষ্টি ব্যবহারও নজর
কাড়ে উপস্থিত দর্শনার্থীদের। এমনকী উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশ্যে হাতও নাড়েন
রানি। দেখুন সেই ভিডিয়ো -
click and follow Indiaherald WhatsApp channel