কপিল দেব। ভারতের প্রথম বিশ্বজীয় অধিনায়ক। তাঁর জীবনী নিয়েই
তৈরি হচ্ছে কবীর খানের ছবি ‘৮৩’। ছবিতে কপিল
দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। সম্প্রতি অভিনেতা সেই সিনেমারই একটি ছবি
শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ক্রিকেটপ্রেমী মাত্রই জানেন ‘হরিয়ানা
হ্যারিকেন’-এর সেই বিখ্যাত ‘নটরাজ শট’-এর কথা। রণবীরের
সাম্প্রতিকতম ছবি সেই কথাই মনে করিয়ে দিয়েছে।
click and follow Indiaherald WhatsApp channel