তিনি দু-দু’বারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। কিংবদন্তী ক্রিকেটার রিকি পন্টিং। এবার তাঁর মুখেও এতদিন পর মাঙ্কি গেটের প্রসঙ্গ উঠে এলে। তাঁর নেতৃত্বে ওই ঘটনা সবচেয়ে খারাপ অধ্যায় হিসাবে চিহ্নিত করলেন এই প্রাক্তন অজি আধিনায়ক। ২০০৮ সালে এই ঘটনা ঘটেছিল, যে কারণে ভারতীয় দল শিবির বাতিলের পরিকল্পনাও নিয়েছিল। কিন্তু আইসিসির হস্তক্ষেপে তা হয়নি শেষ পর্যন্ত। তবে এই ঘটনার পরের ম্যাচে হারতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। প্রসঙ্গত, রিকি পন্টিং অস্ট্রেলিয়ার হয়ে ৭৭ টি টেস্ট এবং ২২৮ টি এক দিনের ম্যাচের নেতৃত্ব দিয়েছিল।
click and follow Indiaherald WhatsApp channel