২০১৯ এর বিশ্বকাপ সেমিফাইনালের পর আর ব্যাট হাতে মাঠে নামেননি মহেন্দ্র সিং ধোনি। তারপর একের পর এক ছুটি নিয়েছএন তিনি। কখনও সেনাবাহিনীর সঙ্গে ট্রেনিংয়ে তো কখনও অন্য কোনও অনুষ্ঠানে। তবে আইপিএল খেলবেন তিনি। আর সেই আইপিএলেই কি মহেন্দ্র সিং ধোনির কামব্যাক হতে চলেছে তাঁর। মানে মারকুটে বিধ্বংসী ধোনির ? অন্তত নেটে সেই আভাসই মিলল। নেটে পর পর মারলেন পাঁচটি ছয়। সেই ভিডিয়ো ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
click and follow Indiaherald WhatsApp channel