তিনি বলিউড বাদশা শাহরুখ খানের কন্যা। এমনিতেই নেটিজেনদের নজরে থাকেন, সেই সঙ্গে আলোকচিত্রীরাও তাক করে থাকেন কখন শাহরুখ কন্যার ছবি পাওয়া যায়। তবে এবার সুহানা শিরোণামে এলেন তাঁর পোস্ট করা ছবিতেই। যা পোস্ট করা মাত্রই ভাইরাল হয়ে যায়। সেই ছবিতে বর্ষবরণের রাতে চুম্বন করতে দেখা যায় সুহানাকে। নিজেই দেখে নিন সেই ছবি –
click and follow Indiaherald WhatsApp channel