বুধবার শিলিগুড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এলো ন্যানো কারখানার প্রসঙ্গ। মমতার দাবি, টাটাকে রাজ্য থেকে তিনি তাড়াননি, সিপিএম তাড়িয়েছে। বহু দিন পর ফের মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল টাটার প্রসঙ্গ। সিঙ্গুরে টাটার ন্যানো কারখানার প্রোজেক্ট বন্ধ হওয়া নিয়ে বামেরা বার বার দুষে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেউ কেউ বাজে কথা বলে বেড়াচ্ছে। আমি টাটাকে তাড়িয়ে দিয়েছি, টাটা চাকরি দিচ্ছে। টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে। আপনারা লোকের জমি জোর করে দখল করতে গিয়েছিলেন। আমরা জমি ফেরত দিয়েছি। জায়গার তো অভাব নেই। আমি জোর করে কেন জমি নেব? আমরা এত প্রোজেক্ট করেছি, কই জোর করে তো জমি আমরা নিইনি। আমি পরিষ্কার করে বলি, আমাদের এখানে যত শিল্পপতি রয়েছেন, কারও মধ্যে ভেদজ্ঞান করি না। আমরা প্রত্যেককে চাই। তাঁরা বাংলায় বিনিয়োগ করুক। বিনিয়োগ করে এখানে দরকার হলে অনেক কর্মসংস্থান তৈরি করুক।”

বুধবার শিলিগুড়ির কাওয়াখালির মাঠে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে উত্তরবঙ্গের (North Bengal) উন্নয়নের কথা তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, তৃণমূল আমলে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গও একই পদ্ধতিতে উন্নতি করেছে।  কখনও উত্তরবঙ্গ আবার কখনও জঙ্গলমহলকে পৃথক রাজ্য ঘোষণার দাবিতে সরব হয়েছে বিজেপি। তবে বারবার তার বিরোধিতা করেছে তৃণমূল। আরও একবার বাংলা ভাগাভাগির চেষ্টা যে তিনি মেনে নেবেন না তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ির বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে তাঁর বার্তা “ভঙ্গ নয়, বঙ্গ চায় সঙ্গ।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  Mamata Banerjee) বলেন, “উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ নিয়ে বাংলা। উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে সচেষ্ট রাজ্য সরকার। উত্তরবঙ্গে কলেজ, হাসপাতাল হয়েছে। বিশেষভাবে পর্যটনে জোর দেওয়া হয়েছে। উত্তরবঙ্গকে আরও স্বনির্ভর করে তুলতে চাই।  সবাই এক আছি বলে শান্তি বজায় রয়েছে। কোনও প্ররোচনা, ভাগাভাগিতে কান দেবেন না। কোনও ভাগাভাগি নয়। বঙ্গভঙ্গ না। বঙ্গ চায় সঙ্গ।”

మరింత సమాచారం తెలుసుకోండి: