সেই মতোই রবিবার তারকাখচিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন কাজল থেকে করিনা। উপস্থিত ছিলেন বরুণ, আলিয়াও। তিন জনকে এক সঙ্গে দেখে মনে হচ্ছিল মিনি স্টুডেন্ট অফ দ্য ইয়ারের যেন রিইউনিয়ান।
উপস্থিত ছিলেন করণ জোহরও। তবে বলা বাহুল্য রিসেপশনের রাতেও এই তারকা সমাবেশে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন সিড-কিয়ারা। বিয়েতে ট্র্যাডিশনাল লুকের একেবারে ভোল পাল্টে ওয়েস্টার্ন আউটফিটে চমত্কার দেখাচ্ছিল বি টাউনের এই নব দম্পতিকে। আর এই সবের মধ্যে অনুষ্ঠানে কালা চশমায় সিড-কিয়ারার নাচের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আসতেই মূহুর্তে আগুনের মতো ছড়িয়ে পড়ে এই ভিডিয়ো।
বিয়ের পর থেকেই বলিউড প্রেমীদের নয়নের মণি হয়ে উঠেছেন সিড-কিয়ারা। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নামকরা প্রথমসারির বিনোদন সংবাদ সংস্থাগুলির খবরের শিরোনামে বার বার উঠে আসছে সিদ্ধার্থ-কিয়ারা।জয়সালমিরে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে ঘিরে সূর্যগড় প্যালেসে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ছিল। তবে বিয়ের পরেই প্রথমে নিজেদের আদর মাখা ছবি দিয়ে কখনও আবার সিদ্ধার্থ-কিয়ারার মালাবদলের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় তাঁদের অনুগামীদের মজিয়ে রেখেছেন নেটিজেনরা। ইতিমধ্যেই বিয়ের পর আলিয়া, ক্যাটরিনাকে ছাপিয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় কিয়ারার জনপ্রিয়তা। রনালিয়ার (#Ranalia) মতো এখন বেশ ট্রেন্ডিং হ্যাশট্যাগ সিয়ারা (#Siara)।
click and follow Indiaherald WhatsApp channel