বরফি থেকে জগ্গা জাসুস। অনুরাগ বসুর সঙ্গে রণবীর কাপুরের জুটি একককথায় হিট। এবার এই জুটিতেই হতে পারে কিশোর কুমারের বায়োপিক। এবং এই বায়োপিকের জন্য রণবীর কাপুরই তাঁর প্রথম পছন্দ বলে জানান বলিউড পরিচালক অনুরাগ বসু। তাঁর কথায়, ''কিশোর কুমারের বায়োপিক অবশ্যই হবে। রণবীর আর আমি এই জন্য একপ্রকার প্রতিজ্ঞাবদ্ধ। তবে সবকিছুই নির্ভর করছে আমি এই প্রজেক্টটার জন্য কবে সময় বের করে উঠতে পারব। তবে এই ছবির জন্য রণবীরই আমার প্রথম পছন্দ।''
View this post on Instagram
click and follow Indiaherald WhatsApp channel