মুখ্যসচিবের রিপোর্টেও বলা হয়েছে, বিরুলিয়া বাজারে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করছিলেন। ধীর গতিতে চলছিল গাড়ি। তখনই গাড়ির দরজা বন্ধ হয়ে যেতে পা চেপে যায় মুখ্যমন্ত্রীর। তবে কমিশন মনে করছে, ওই রিপোর্টে আরও তথ্য প্রয়োজন। মুখ্যসচিবের কাছে দু'টি বিষয় জানতে চাওয়া হয়েছে। গাড়ির দরজায় কীভাবে ধাক্কা লাগল? আর দরজা বন্ধ হওয়ার কারণ কী? এদিকে, পুলিস সুপারের কাছেও ২৪ ঘণ্টার মধ্যে বিস্তারিত রিপোর্ট চেয়েছে কমিশন। তিনি ৮ পাতার রিপোর্ট পাঠিয়েছিলেন। তবে কমিশন একেবারে সময় ধরে ধরে মমতার কর্মসূচি জানতে চেয়েছে বলে সূত্রের খবর।
অন্যদিকে, শুক্রবার তৃণমূলের একটি প্রতিনিধি দল দিল্লিতে গিয়ে কমিশনের আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেন। নন্দীগ্রামের ঘটনার পিছনে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ রয়েছে বলে দাবি করেন তাঁরা। তৃণমূল নেতৃত্ব বেরিয়ে আসার পর বিজেপি-র প্রতিনিধিদের সঙ্গেও আলাদা করে সাক্ষাৎ করেন কমিশনের আধিকারিকরা। তার মধ্যেই শুক্রবার রাতে এসএসকেএম থেকে মমতাকে ছেড়ে দেওয়া হয়।
click and follow Indiaherald WhatsApp channel