
অন্যদিকে, মডেল অভিনেত্রী পায়েল ঘোষের যৌন হেনস্থা বা ধর্ষণের সমস্ত অভিযোগ অস্বীকার করেন চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ। বৃহস্পতিবার প্রায় ৮ ঘণ্টা ধরে ভরসোভা থানায় বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় অনুরাগ কাশ্যপকে। সেখানে তিনি পায়েলের সমস্ত অভিযোগ অস্বীকার করেন বলে খবর। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পায়েল ঘোষ নামে ওই মডেলের সঙ্গে তিনি কখনও তাঁর বাড়িতে বসে কিংবা অফিসে দেখা করেননি। ব্য়ক্তিগতভাবে তিনি পয়েলকে চেনেন না। কাজের জগতে পায়েলের নাম শুনেছেন কিন্তু কখনও তাঁকে একা ডেকে কোনও কথা বলেননি বলে দাবি করেন অনুরাগ। পাশাপাশি গত কয়েক বছর ধরে পায়েলের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই বলেও দাবি করেন পরিচালক।