সুমনা দাস। খ্যাতি 'টুম্পা' নামে। না, চাইলেই এখন আর 'হাম্পি' দেওয়ার মত পরিস্থিতিতে নেই তিনি। বরং শারীরিক দূরত্ব বজায় রেখে নিভৃতবাসে। কারণ বেশ কয়েকদিন হল, তিনি কোভিড ভাইরাস আক্রান্ত। জেনেছেন অবশ্য রবিবার।  গত কাল জেনেছেন, তিনি কোভিড পজিটিভ। সুমনার কথায়, ‘‘ফলাফল জানার আগেই নিভৃতবাসে চলে গিয়েছিলাম। কারণ, মা-বাবা। ওঁরা যদিও কোভিডের টিকা নিয়েছেন।’’ অতিমারির মধ্যেই কলকাতাতে বাংলাদেশের ছবি ‘অগ্নিবীণা’-র শেষ পর্বের শ্যুট চলছিল। পরিচালনায় শামিম আহমেদ রনি। কাজ করতে করতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন সুমনা। সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে আসেন অভিনেত্রী। তত দিনে পিঠ-কোমরের ব্যথায় কাবু। ধীরে ধীরে গন্ধ-স্বাদহীন হয়ে পড়েন। এ ছাড়াও, পেট ব্যথা, পেটখারাপ-সহ একাধিক উপসর্গ দেখা দেয় তাঁর।

অন্যদিকে, এবার রক্ত দিলেন নীল-তৃণা। করোনা আবহে ব্লাড মেটস দলের মারফৎ টলিউডের অনেক তারকাই রক্ত দিতে এগিয়ে আসছেন। সেই তালিকায় এবার যুক্ত হল নীল-তৃণার নাম। দিন হিসাবে বেছে নিলেন আন্তর্জাতিক মাতৃ দিবসকে। সকলে যখন সোশ্যাল মিডিয়ায় মায়েদের সঙ্গে ছবি পোস্ট করছেন, তখন দেশমাতৃকার পাশে এসে দাঁড়ালেন নীল-তৃণা। বিশ্বের সব মাকে তাঁদের শ্রদ্ধা জানিয়ে 'ধরিত্রী মা'র জন্য রক্ত দিলেন তারকা দম্পতি। দিন হিসাবে বেছে নিলেন আন্তর্জাতিক মাতৃ দিবসকে। সকলে যখন সোশ্যাল মিডিয়ায় মায়েদের সঙ্গে ছবি পোস্ট করছেন, তখন দেশমাতৃকার পাশে এসে দাঁড়ালেন নীল-তৃণা। বিশ্বের সব মাকে তাঁদের শ্রদ্ধা জানিয়ে 'ধরিত্রী মা'র জন্য রক্ত দিলেন তারকা দম্পতি।

మరింత సమాచారం తెలుసుకోండి: