জি বাংলার 'মিঠাই' ধারাবাহিকের জেরেই নিজের অভিনয়ের জন্য তুমুল জনপ্রিয়তা পেয়েছেন সৌমিতৃষা কুন্ডু। মিঠাই ধারাবাহিকটি চলেছে প্রায় আড়াই বছর। চলতি বছরেই শেষ হয়েছে সেটি। এদিকে ধারাবাহিক শেষ হওয়ার মুখেই খবর পাওয়া গিয়েছিল যে, ছোটপর্দা ছেড়ে এবার বড়পর্দায় নাম লেখাতে চলেছেন সৌমিতৃষা। জানা গেছিল, দেবের হাত ধরেই বড়পর্দায় নামতে চলেছেন তিনি। সেই ছবির নামই 'প্রধান'। এই ছবিতে দেবের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে অভিনেত্রীকে।
তবে সম্প্রতি যে ছবিটি ভাইরাল হয়েছে সেটা আসলে প্রধান ছবির শ্যুটিংয়ের নয়। ছবিটি বেশ পুরনো। সূত্রের খবর, জি বাংলা সোনার সংসার ২০২২-এর প্রোমো শ্যুটের সময় তোলা। পুরনো ছবিটি ভাইরাল হয়েছে নতুন করে। উল্লেখ্য, 'প্রধান' ছবির শ্যুটিং আগস্ট মাস থেকেই শুরু হওয়ার কথা। শীতের ছুটিতে মুক্তি পাবে ছবিটি। নর্থ বেঙ্গলে হবে ছবির শ্যুটিং। ছবিটি পরিচালনা করবেন অভিজিৎ সেন। প্রযোজনার দায়িত্বে আছেন অতনু রায়চৌধুরী।
click and follow Indiaherald WhatsApp channel