এই মুহূর্তে সিংগিং সেনসেশন যদি কাউকে বলতে হয় তাহলে সেটা অরিজিৎ সিং। তিনি মানেই আরও একটা সুপারহিট গান। তবে এবার মার্কিন একটি ব্যান্ড জুটি বাঁধতে চায় অরিজিৎ সিংহের সঙ্গে। জনপ্রিয় ব্যান্ড 'ব্লুগ্রাস জার্নিম্যান'-এর তরফে বলা হয়, ''আমরা অরিজিৎ সিংয়ের সঙ্গে জুটি বেঁধে কাজ করতে চাই। এটা হলে খুব ভালো হয়। ওনার গলা অসাধারণ। আর শাস্ত্রীয় সঙ্গীতেও ওনার যথেষ্ঠ দখল রয়েছে। ''
click and follow Indiaherald WhatsApp channel