মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল বের হওয়ার পর এক মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে । এর মধ্যে রাজনীতির নাটকও ঘটেছে । একসঙ্গে ভোটে লড়ে মুখ্যমন্ত্রী প্রশ্নে বিজেপির সঙ্গে জোট ভেঙে ‍দিয়ে চিরশত্রূ কংগ্রেস ও এনসিপিকে সঙ্গে নিয়ে সরকার গঠন করল শিবসেনা । বাল ঠাকরের স্বপ্ন সফল করে মারাঠাভূমে নিজেদের রাজ কায়েম করল শিবসেনা । বাল ঠাকরের পুত্র উদ্ধব ঠাকরে আজ মুখ্যমন্ত্রী হিসাবে সন্ধ্যায় শপথ নেন । মুম্বইয়ের শিবাজি পার্কে  মহাসমারোহে তাঁর শপথ অনুষ্ঠান আয়োজন হয়েছিল।  সন্ধ্যা ৬ টা বেজে ৪০ মিনিটে সেখানে শপথ নেন উদ্ধব ঠাকরে। শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট থেকে আরও ছ’জন এ দিন সেখানে মন্ত্রী হিসাবে শপথ নেন।  শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পর এ দিন রাতেই উদ্ধবের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা।

উদ্ধবের শপথ অনুষ্ঠানে  যোগ দিতে শিবাজি পার্ক পৌঁছন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। কংগ্রেস নেতা কপিল সিব্বল, আহমেদ পটেলও পৌঁছন সেখানে। খুড়তুতো দাদার শপথ গ্রহণে যোগ দিতে এসে পৌঁছন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরেও।  দু’দিন আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়া দেবেন্দ্র ফডণবীসকেও শপথ অনুষ্ঠানের মঞ্চে দেখা যায়।

তবে জোটে সিলমোহর দিলেও, উদ্ধবের শপথ অনুষ্ঠানে আসেননি সনিয়া গাঁধী এবং রাহুল গাঁধীকে। চিঠি লিখে ইতিমধ্যেই তা জানিয়ে দিয়েছেন তাঁরা। মহারাষ্ট্রের ব্যাটন শিবসেনার হাতে , মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন উদ্ধব ঠাকরে , এনসিপি-কংগ্রেসের ৬ জন মন্ত্রী হিসাবে শপথ নিলেন , শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে জনজোয়ার শিবাজি পার্কে

మరింత సమాచారం తెలుసుకోండి: