সোমবার বিকেল ৫টায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী জানান, করোনার দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে ভারতের লড়াই চলছে। আপনারা নিজেদের যাঁদের পরিবারের সদস্যদের খুইয়েছেন, তাঁদের সঙ্গে আছি। প্রধানমন্ত্রী জানান, করোনার দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে ভারতের লড়াই চলছে। আপনারা নিজেদের যাঁদের পরিবারের সদস্যদের খুইয়েছেন, তাঁদের সঙ্গে আছি।  ১০০ বছরে সবথেকে ব্যাপক মারাত্মক মহামারী। আর কী কী বললেন এক নজরে দেখে নেওয়া যাক -
১) বিনামূল্যে সকল দেশবাসীকে (Free Corona Vaccine India) ভ্যাকসিন দেওয়া হবে

২) দেশের কোন রাজ্যকে ভ্যাকসিনের জন্য কোনও খরচ করতে হবে না

৩) কেউ যদি ফ্রি ভ্যাকসিন (Free Vaccine from 21 June) না চায়, তিনি প্রাইভেট হাসপাতাল থেকে ভ্যাকসিন নিতে পারেন। বেসরকারি হাসপাতালগুলি ভ্যাকসিনের দামের উপর দেড়শ টাকা সার্ভিস চার্জ নিতে পারবে।

৪)  ভ্যাকসিন উৎপাদন সংস্থাগুলি থেকে ৭৫ শতাংশ মোট টিকা কিনবে কেন্দ্র৷ এবং তা বিনামূল্য সব রাজ্যকে দেওয়া হবে৷ এরই পাশাপাশি টিকার ক্ষেত্রে যে ২৫ শতাংশ দায়িত্বভার থাকে রাজ্য সরকারগুলির উপর, তাও এবার থেকে দেখবে কেন্দ্র সরকার৷

৫) প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা দীপাবলি (নভেম্বর) পর্যন্ত চলবে। অর্থাৎ বিনামূল্যে রেশন পাওয়া যাবে। ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া যাবে। 

৬) এক বছরের মধ্যে দেশে দুটি ‘মেড ইন ইন্ডিয়া’ টিকা তৈরি করেছেন বিজ্ঞানীরা। 

৭) প্রধানমন্ত্রী জানান, খুব কম সময় তরল অক্সিজেনের উৎপাদন ১০ গুণ বাড়ানো গিয়েছে।

మరింత సమాచారం తెలుసుకోండి: