করোনার তৃতীয় ঢেউয়ের আগে দেশে টিকাকরণকে আরও জোরদার করতে বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। গত শনিবার স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানান, জরুরিকালীন ব্যবহারের জন্য জনসন অ্যান্ড জনসনের (Johnson & Johnson) প্রস্তুত টিকাকে ভারতে ব্যবহারের ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। এই ভ্যাকসিনটি একটি 'সিঙ্গেল ডোজ' ভ্যাকসিন। তবে দেশে কোন ভ্যাকসিন কত দেওয়া হয়েছে বা কত ভ্যাকসিন এখনও পর্যন্ত দেওয়া হয়েছে সে বিষয়ে এক নজরে দেখে নেওয়া যাক -

১) রবিবার পর্যন্ত গোটা দেশে মোট টিকাকরণ হয়েছে ৫০ কোটি ৭৭ লক্ষ ৭১ হাজার ১৭২।

২) কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী, ৮ অগস্ট পর্যন্ত দেশে ৩৯ কোটি ৫৯ লক্ষ ৯৭ হাজার ১৯০ প্রথম টিকা দেওয়া হয়েছে।

৩) দ্বিতীয় টিকা দেওয়া হয়েছে ১১ কোটি ১৭ লক্ষ ৭৩ হাজার ৯৮২। এর মধ্যে ১৮ থেকে ৪৪ বছর বয়সিদের টিকাকরণে ২২ কোটি ৭ লক্ষ ৪৩ হাজার ৭৫ টিকা ব্যবহৃত হয়েছে। ৪৫ বছরের বেশি বয়সিদেরদের টিকাকরণে ব্যবহৃত হয়েছে ১৬ কোটি ৫৪ লক্ষ ৩০ হাজার ৯১০ টিকা। ৬০ ঊর্ধ্বদের টিকা দেওয়া হয়েছে ১১ কোটি ৭৯ লক্ষ ৯৯ হাজার ২৩৩।

৪) এখনও পর্যন্ত দেশে টিকাকরণে মূলত কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। কেন্দ্রের হিসেব অনুযায়ী, টিকাকরণে এখনও পর্যন্ত ৪৪ কোটি ২০ লক্ষ ৬৮ হাজার কোভিশিল্ড ব্যবহার করা হয়েছে। (তথ্য কোউইন অ্যাপ-৮ অগাস্ট পর্যন্ত)

৫) কোভ্যাক্সিন ব্যবহার করা হয়েছে ৬ কোটি ১৫ লক্ষ ২৮ হাজার ৬৪৭। (তথ্য কোউইন অ্যাপ-৮ অগাস্ট পর্যন্ত)

৬) ৫ লক্ষ ৭৬ হাজার ৬৪৮ স্পুটনিক-ভি ব্যবহার করা হয়েছে। (তথ্য কোউইন অ্যাপ-৮ অগাস্ট পর্যন্ত)

మరింత సమాచారం తెలుసుకోండి: