রাজ্যে করোনা সংক্রমণ বাড়তে থাকায় রবিবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী কিছু বিধিনিষেধ ঘোষণা করেছিলেন। জানিয়েছিলেন আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সন্ধ্যা ৭টার পরে লোকাল ট্রেন চলবে না। ভোর পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন। কিন্তু সন্ধ্যা ৭টায় লোকাল চলাচল বন্ধ মানে ঠিক কী তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। সোমবার সন্ধ্যা হতে না হতেই যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। আর তার আঁচ পেতে না পেতেই সিদ্ধান্ত বদল করল রাজ্য সরকার। নবান্নের পক্ষে জানানো হয়েছে, সোমবার থেকে সন্ধ্যা ৭টা নয়, রাত ১০টায় ছাড়বে শেষ লোকাল।

অন্যদিকে, গতকাল অর্থাৎ রবিবার মুখ্যসচিব জানিয়েছিলেন, সন্ধে ৭ টা পর্যন্ত ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন। তাহলে শেষ ট্রেন কখন ছাড়বে? এবারও সেই স্টাফ স্পেশাল ট্রেনের ব্যবস্থা থাকবে? সেক্ষেত্রে কারা উঠতে পারবেন ট্রেনে? যাত্রীদের মধ্যে বিভ্রান্তি ছিলই। এদিন সন্ধ্যাবেলা অফিস থেকে বাড়ি ফেরার জন্য স্টেশনে ভিড় করেছিলেন বহু মানুষ। কিন্তু ট্রেন না পেয়ে একসময়ে ধৈর্য্যে বাঁধ ভাঙে তাঁদের। হাওড়া ও বিধাননগর স্টেশনে শুরু হয়ে যায় যাত্রী বিক্ষোভ। বিধিনিষেধের (Covid Restriction) গেরোয় সন্ধের পর উধাও লোকাল ট্রেন (Local Train)! স্টেশনে উপচে পড়া ভিড়। হাওড়া (Howrah) ও বিধাননগর (Bidhannagar) স্টেশনে কোভিড বিধি শিকেয় তুলে বিক্ষোভে সামিল হলেন যাত্রীরা। শেষপর্যন্ত সিদ্ধান্ত বদল করল রাজ্য সরকার।

మరింత సమాచారం తెలుసుకోండి: