অন্যদিকে, ভারতীয় টেস্ট দলে রোহিত শর্মার জায়গা অনিশ্চিত! টেস্টের প্রথম এগারোয় রোহিতের জায়গা নেই এমনটাই মনে করছেন প্রাক্তন অজি তারকা ব্র্যাড হগ। ব্র্যাড হগের মন্তব্যকে নিয়ে মশকরা করলেন ওয়াসিম জাফর। হিন্দি ছবি হেরাফেরি-তে অক্ষয় কুমারের সংলাপে হগকে কার্যত একহাত নিলেন ওয়াসিম জাফর। ব্র্যাড হগ বলেন, রাহানে ভাল কাজ করবে। বিরাট না থাকলে আরও একটা যে অপশন থাকে সেটা হল রোহিত। কিন্তু টেস্ট ক্রিকেটে তার রেকর্ড ভাল নয়। প্রথম একাদশে তার জায়গা নিশ্চিত নয়!
click and follow Indiaherald WhatsApp channel