রাজনীতিতে দলবদল এবং তারকাদের যোগদানের হিড়িকে নতুন নাম মনোজ তিওয়ারি। রঙিন পর্দা তারকাদের পর এবার খেলার মাঠের নক্ষত্ররা রাজনীতির ময়দানে! রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে রাজনীতিতে যোগ দিয়েছেন রূপোলি পর্দার এক ঝাঁক মুখ। এবার খেলার মাঠ ছেড়ে রাজনীতির ময়দানে নামার পালা অনেকের। মনোজের পক্ষ থেকে বা তৃণমূলের পক্ষ থেকে সরকারি ভাবে এই ব্যাপারে কিছু জানানো হয়নি। মনোজকে ফোন করা হলে তাঁর ফোন বেজে গিয়েছে। হোয়াটসঅ্যাপ বার্তা দেখলেও তার কোনও জবাব তিনি দেননি। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তাঁর কাছে এরকম কোনও খবর নেই। কিন্তু তৃণমূলেরই একটি সূত্র জানাচ্ছে, মনোজ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বুধবার তাদের দলে যোগ দিচ্ছেন।

অন্যদিকে, লক্ষ্মীর BJP-তে যোগদানের জল্পনা জোরদার হয়েছিল। যদিও লক্ষ্মী জানান, তিনি আপাতত রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়াতে চান। ক্রিকেটে ফিরতে চান বলে জানান তিনি। তবে এরই পাশাপাশি, তাঁর গলায় আক্ষেপের সুরও ছিল। লক্ষ্মী বলেছিলেন, ''আমি নামেই মন্ত্রী।'' লক্ষ্মীরতন শুক্ল ২০১৬ সালে গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন। মনোজও হয়ত সেটাই করতে চলেছেন। লক্ষ্মীর মতো মনোজও হাওড়ার মানুষ। দুজনেই অবাঙালি হয়েও বংলাকে আপন করে নিয়েছেন। দুজনেই বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। এতগুলো মিল থাকার পরেও দুটি অমিল রয়েছে। লক্ষ্মী ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। মনোজ এখনও বাংলার হয়ে নিয়মিত খেলে যাচ্ছেন। 

మరింత సమాచారం తెలుసుకోండి: