সিডনি টেস্টের তৃতীয় দিন যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজের উদ্দেশে এসসিজি-র দর্শকাসন থেকে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয়েছে, এই মর্মে সরাসরি অভিযোগ জানাল ভারত। শুধু তৃতীয় দিনই নয়, ভারতের অভিযোগ দ্বিতীয় দিনেও এই দুই ক্রিকেটারের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয়েছে। বিষয়টি আইসিসি বিবেচনা করছে। তৃতীয় দিনের খেলা শেষে অজিঙ্ক রাহানে, রবিচন্দ্রন অশ্বিন-সহ দলের সিনিয়র ক্রিকেটাররা গিয়ে কথা বলেন দুই আম্পায়ার পল রাইফেল এবং পল উইলসনের সঙ্গে।

বুমরা এবং সিরাজও সেখানে হাজির ছিলেন। সেখানেই তাঁরা দর্শকাসন থেকে বর্ণবিদ্বেষী মন্তব্যের কথা উল্লেখ করেন। এরপর অন্তত মিনিট দশেক দুই আম্পায়ার, নিরাপত্তারক্ষী এবং ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আলোচনা হয়। রাহানে, অশ্বিনরা এরপর ড্রেসিংরুমের দিকে পা বাড়ালেও ভারতীয় দলের নিরাপত্তা আধিকারিক মাঠের নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা চালিয়ে যান। আইসিসি-র নিরাপত্তা আধিকারিকও সেখানে হাজির ছিলেন। এরপরেই ভারতের তরফে সরকারি ভাবে অভিযোগ জানানো হয়। 

Find out more: