প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ বৈঠক করে দিল্লির নেতাদের সঙ্গে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়ুশমান ভারত সহ কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প নিয়ে বৈঠক করেন।
সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা নিয়ে দিল্লির জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। বিজেপি সরকারের অভিযোগ এই সব কেন্দ্রীয় সরকারের প্রকল্পের বিষয়ে দিল্লির আম আদমি পার্টির সরকার বাস্তবায়ন করছে না ।
বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী মোদী মন্তব্য করেন বলেন এইসব প্রকল্প দিল্লি নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের কাছে গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী বৈঠকে আরও বলেন, দিল্লির আম আদমি পার্টির সরকার দিল্লির মানুষের সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে এবং "ভোটারদের দোসর করার জন্য ফ্রিবিজ" অবলম্বন করছে।
click and follow Indiaherald WhatsApp channel