বিশ্রাম দেওয়া হয়েছিল বিরাট কোহলি, লোকেশ রাহুলকে। ছিলেন না হার্দিক পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমারের মতো প্রথম দলের ক্রিকেটাররা। দ্বিতীয় সারির দল নিয়ে ইনদওরে মুখ থুবড়ে পড়ল ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় ব্যবধানে হারতে হল রোহিত শর্মাদের। শেষ ম্যাচে হেরে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন রোহিতরা। এই হারে ভারতীয় দল নিয়ে উঠল অনেক প্রশ্ন। সঙ্গে বোঝা গেল, প্রথম দলের ক্রিকেটাররা না থাকলে রিজার্ভ বেঞ্চ এখনও তৈরি নয়। নিজের ক্ষমতায় ম্যাচ জেতাতে পারছেন না তাঁরা। ইনদওরে দাপট দেখালেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। প্রথমে ব্যাট করে রিলি রুসোর শতরান ও কুইন্টন ডি’ককের অর্ধশতরানে ২২৭ রান করে দক্ষিণ আফ্রিকা। তার পরে বল হাতে শুরুতেই ভারতকে চাপে ফেলে দেন কাগিসো রাবাডা, ওয়েন পার্নেলরা। ঋষভ পন্থ ও দীনেশ কার্তিক শুরুটা ভাল করলেও আউট হয়ে যান। ব্যাট হাতে ব্যর্থ সূর্যকুমার যাদবও। টপ ও মিডল অর্ডার ব্যর্থ হওয়ায় ম্যাচ জিততে পারেনি ভারত।

অন্যদিকে, ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে চলবে ১৬ দলের মধ্যে টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2022) লড়াই। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে বিশ্বসেরা হওয়ার অন্যতম দাবিদার রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) টিম ইন্ডিয়াও। আইসিসি-র শোপিস ইভেন্টে নামার আগে ভারত ব্যাক-টু-ব্যাক অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলে নিজেদের ঝালিয়ে নিল। বলা যেতে পারে 'রিয়ালিটি চেক' হয়ে গেল দ্রাবিড়ের শিষ্যদের। দুই দেশের বিরুদ্ধেই ভারত ২-১ সিরিজ জিতল। অজিদের ক্ষেত্রে হয়েছিল হার, জয় ও জয়। প্রোটিয়াদের ক্ষেত্রে ঘটল জয়, হার ও হার। মঙ্গলবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে (Holkar Cricket Stadium, Indore) ভারত-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের টি-২০ সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ( IND vs SA 3rd T20I)। বাভুমাদের বিরুদ্ধে ভারত ৪৯ রানে হেরে যায়। ম্যাচের পর সম্প্রচারকারী চ্যানেলে দ্রাবিড় কথা বললেন দলের পারফরম্যান্স নিয়ে।

మరింత సమాచారం తెలుసుకోండి: