তবে শেষের দিকেও চাপ ভালই ছিল। শেষ দু' ওভারে বাকি ছিল ২৬ রান। ১৯তম ওভারে ২০ রাসেল-ঝড়ে ২০ রান ওঠে। শেষ ওভারে বাকি ছিল ৬ রান। শেষ দু'বলের মাথায় রান আউট হন রাসেল। তখন বাকি দু'রান। ইডেন জুড়ে শুধু একটাই নাম- 'রিঙ্কু-রিঙ্কু'। সেই সময়েই সফল ফিনিশারের ভূমিকায় ধরা দিলেন এই তরুণ-তুর্কি। শেষ বলে চার মেরে দলকে জেতালেন রিঙ্কু। ৫ উইকেটে জয়ী হয় কেকেআর (Kolkata Knight Riders)। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এল নাইট শিবির।
ম্যাচের পর রিঙ্কু বলেন, 'আমি শেষ বল নিয়ে ভাবি না। যে বার পাঁচ বলে পাঁচটা ছক্কা মেরেছিলাম, সে বারও ভাবিনি। আমি শুধু ভেবেছিলাম যদি দৌড়াই তা হলে ম্যাচটা টাই হবে। পাঁচ-সাত নম্বরে খেলতে নামতে হয় আমাকে। আমি অনুশীলনও করি সেই ভাবেই। এখন সহজ হয়ে গিয়েছে।' ম্যাচের সেরা রিঙ্কু হলেও আন্দ্রে রাসেলের মুখেও এদিন শোনা গিয়েছে রিঙ্কুর নাম। বর্তমানে কেকেআরও রিঙ্কুকে ফিনিশারের ভূমিকায় রেখে সেই ভাবেই ঘুঁটি সাজাচ্ছে। এবার দেখার বাকি তিনটে ম্যাচে ভাগ্যে কী থাকে কেকেআর-এর।
click and follow Indiaherald WhatsApp channel