রোহিত এদিন বলেন, “দেখুন, চার নম্বর স্পট আমাদের বহুদিন ধরে ভুগিয়ে চলেছে। একটা বড় সময় ধরে শ্রেয়স চারে নেমেছে এবং ও ভালো খেলেছে। দুর্ভাগ্যবশত চোট আঘাত ওকে কিছুটা সমস্যায় ফেলেছে আর এটাই গত ৪-৫ বছর ধরে সমস্যা। অনেকেই চোটের কবলে পড়েছে এবং আপনারা দেখেছেন নতুন নতুন খেলোয়াড়রা এসে ওই স্পটে খেলেছে।”
অধিনায়ক আরও বলেন, “শেষ চার বছরে যে হারে খেলোয়াড়রা চোট পেয়েছে তা প্রচুর। তার ফলে তাদের পাওয়া যায়নি এবং সে কারণেই আমাদের অন্যদের দিয়ে চেষ্টা করতে। চার নম্বর স্পট নিয়ে আমার এটাই বলার। অনেকেই দলে এসেছে এবং বেরিয়ে গিয়েছে, চোট তাদের বাইরে রেখেছে আবার কেউ ফর্ম হারিয়ে ফেলেছে।”
রোহিত বলেন, “শ্রেয়স এবং কে এল রাহুল (KL Rahul) চার মাস কোনও ক্রিকেট না খেলে ফিরছে। দুজনেরই বড় চোট ছিল এবং দুজনেরই অস্ত্রোপচার হয়েছে। আমারও একবার অস্ত্রোপচার হয়েছিল তাই তার পরে কেমন লাগে আমি জানি। ওরা কেমন সাড়া দেয় আমাদের দেখতে হবে।” অধিনায়ক সেই সঙ্গে এটাও স্পষ্ট করে দেন, এই দলে অটোম্যাটিক চয়েস কেউ না, এমনকী তিনি নিজেও নন।
click and follow Indiaherald WhatsApp channel