উচ্চমধ্যবিত্ত বা যাঁরা সিরিয়ালকে বাঙালির অবক্ষয় বলে মনে করতেন, তাঁরাই ১০ বছর আগে রাত ৮টায় টেলিভিশনের সামনে বসতে শুরু করলেন। শুরু হলো বাংলা টেলিভিশনে এক নতুন যুগের সূচনা। যাঁর হাত ধরে এই বিবর্তন হলো তিনি আর কেউ নন, তিনি ঋতুপর্ণ ঘোষ। ঋতুপর্ণ ঘোষ আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত ধরেই বাঙালি চিনেছিল পুপে আর গোরাকে। আর এই সিরিয়ালের হাত ধরেই বাংলা চিনেছিল মিমি চক্রবর্তী আর অর্জুন চক্রবর্তীকে। আগামী ৬ এপ্রিল থেকে আবারও স্টার জলসা ফিরিয়ে আনছে দর্শকের সেই প্রিয় সিরিয়ালকেই।
click and follow Indiaherald WhatsApp channel