ফের আর একটি ‘বেসরকারি’ ট্রেন চালু করছে কেন্দ্র। আজ শুক্রবার উদ্বোধনী যাত্রা শুরু করছে আমেদাবাদ-মুম্বই আইআরসিটিসি তেজস এক্সপ্রেস। যার পরিচালনভার সম্পূর্ণভাবে রয়েছে ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের (আইআরসিটিসি) হাতে।
আজ আইআরসিটিসির পক্ষ থেকে জানানো হয়েছে, আমেদাবাদে সবুজ পতাকা দেখিয়ে এর উদ্বোধন করবেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল এবং গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। আইআরসিটিসি তেজসের বাণিজ্যিক যাত্রা শুরু হবে আগামী ১৯ জানুয়ারি, রবিবার থেকে।
ইতিমধ্যেই রেলবোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব ঘোষণা করেছেন, সারা দেশের মোট ১৫০টি ট্রেনকে ‘বেসরকারি’ হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আইআরসিটিসির হাতে তেজসের ভার তুলে দিয়ে তারই প্রাথমিক সূচনার উদ্যোগ চলছে বলে মনে করা হচ্ছে। বেসরকারিকরণে এক ধাপ এগিয়ে ভারতীয় রেল, আমেদাবাদ-মুম্বই তেজস এক্সপ্রেসের যাত্রা শুরু
click and follow Indiaherald WhatsApp channel