নোবেলের সাথে বিতর্ক যেন বর্তমানে সমার্থক হয়ে দাঁড়িয়েছে। সারেগামাপার সেকেন্ড রানার আপ হওয়ার আগের থেকেই নোবেল জনপ্রিয় হয়ে উঠেছিল।তাঁর গান অনেকেই পছন্দ করেছেন।তাঁর চ্যাম্পিয়ন হওয়া নিয়ে পক্ষে বিপক্ষে অনেকেই আছেন। কিন্তু সাম্প্রতিক তিনি একটি মন্তব্যের জেরে তিনি বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন।

নোবেল জানিয়েছিলেন  ‘‘রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘সোনার বাংলা’ গানটির চেয়ে প্রিন্স মাহমুদের লেখা গান ‘বাংলাদেশ’ আমার দেশের ইতিহাস, ঐতিহ্য অনেক স্পষ্ট ভাবে তুলে ধরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই গানটিকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছিলেন। আমিও সেটা মানি।’’

তিনি এও জানিয়েছিলেন যে এটা তাঁর ব্যাক্তিগত মতামত।কিন্তু আপামর জনগণ তাঁর এই মন্তব্যকে ভালো চোখে দেখেনি।নোবেলকে ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ‘‘আমি এই ব্যাপারে কথা বলতে চাই না,’’ বলেই ফোন কেটে দেন তিনি। 

রুপম ইসলামের এই ব্যাপারে মতামত ‘‘আমার মতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত যা আছে, ঠিক আছে। যে গানটি নিয়ে এত কথা হচ্ছে, তা উচ্চশ্রেণির সঙ্গীত বলে মনে করি না। জাতীয় সঙ্গীত হওয়া তো দূরের কথা।’’

নোবেলকে নিয়ে বিতর্ক এই প্রথম নয়।এর আগেও তাঁর মন্তব্যকে নিয়ে সমস্যা হয়েছে।তাঁকে যারা চেনেন তাঁদের বক্তব্য নোবেল মানুষ হিসাবে ভালো হলেও তাঁর আচরণে সমস্যা রয়েছে।তার থেকেই বিতর্কের সূত্রপাত হয়।


Find out more: